শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পাকিস্তানকে পরমাণু উত্তেজনা না বাড়ানোর আহ্বান

পাকিস্তানকে পরমাণু উত্তেজনা  না বাড়ানোর আহ্বান

পাকিস্তানকে পরমাণু অস্ত্র কর্মসূচি আরও এগিয়ে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে তিনি আফগান তালেবানদের শান্তি আলোচনায় ফিরিয়ে আনার জন্যও শরিফের সহায়তা কামনা করেন। মূলত পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে টান টান উত্তেজনার কারণে পাকিস্তানকে তাদের পরমাণু কর্মসূচি আর না এগোনোর এ আহ্বান জানালেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে পাকিস্তানের নতুন পারমাণবিক অস্ত্র, বিশেষত ক্ষুদ্র কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরির ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। ফলে পাকিস্তানকে এ ব্যাপারে এককভাবে সংযত থাকার ঘোষণা দিতে রাজি করানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তান এরই মধ্যে জানিয়ে দিয়েছে, পরমাণু অস্ত্র কর্মসূচিতে কোনো বিধিনিষেধ তারা মানবে না। তা ছাড়া, ক্ষুদ্র কৌশলগত পরমাণু অস্ত্র ভারতের আকস্মিক হামলা থেকে আত্মরক্ষার জন্য প্রয়োজন বলেও আগে থেকেই যুক্তি দিয়ে আসছে পাকিস্তান। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ওবামা দেশটিকে এমন কোনো উন্নয়ন থেকে বিরত থাকার ওপর জোর দিয়েছেন, যা পারমাণবিক নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা কিংবা স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। যৌথ এক বিবৃতিতে দুই নেতাই বলেছেন, সব পক্ষেরই সংযম নিয়ে কাজ করার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা উচিত। বিবৃতিতে আরও বলা হয়েছে, শরিফ এবং ওবামা দুজনই আফগান শান্তি প্রক্রিয়ায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং তালেবান নেতাদের কাবুলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন; জুলাইয়ে প্রাথমিক আলোচনার পর যা থমকে গেছে। এএফপি।

সর্বশেষ খবর