মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
অ ন্য খ ব র

মদ ছাড়ছে ধূমকেতু ‘লাভজয়’

মদ ছাড়ছে ধূমকেতু ‘লাভজয়’

এ বছরের ২৪ জানুয়ারি আকাশে যারা চোখ মেলেছিলেন, তাদের মধ্যে সৌভাগ্যবান অনেকে হয়তো খালি চোখেই একটি ধূমকেতু দেখেছিলেন। নামটি লাভজয় (সি/২০১৪ কিউ২)।  সম্প্রতি লাভজয় সম্পর্কে বিস্ময়কর আরেকটি তথ্য জানালেন স্পেনের গবেষকেরা। তাদের দাবি, ধূমকেতুটি মহাকাশে প্রতি সেকেন্ডে ৫০০ বোতলের মতো অ্যালকোহল বা মদ তৈরি করে চলেছে। এ ছাড়া সাধারণ চিনির মতো আরেকটি জৈব উপাদানও তৈরি করছে এটি। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ। ফ্রান্সের প্যারিস অবজারভেটরির গবেষক নিকোলাস বিভার বলেন, ‘আমরা প্রত্যক্ষ করেছি যে ধূমকেতুটি যখন সবচেয়ে সক্রিয় থাকে তখন প্রতি সেকেন্ডে এ ধূমকেতু থেকে ৫০০ বোতলের মতো অ্যালকোহল নির্গত হয়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর