বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
সিরিয়া ইস্যুতে আলোচনা

পুতিনের সঙ্গে সৌদি বাদশাহর ফোনালাপ

সৌদি আরবের বাদশাহ সালমান গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ­ক্ষাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এ সময় তিনি সিরিয়া সংকট সমাধানে পুতিনের সহায়তা চেয়েছেন বলে ক্রেমলিনের বরাত দিয়ে লেবাননের ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ জানিয়েছে। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, গতকাল (সোমবার) সৌদি বাদশাহ নিজ উদ্যোগে পুতিনকে টেলিফোন করেন। টেলিফোনে দুই নেতা সিরিয়া সংকট সমাধানের নানা দিক নিয়ে কথা বলেন। তারা চারদফা আলোচনার বিষয়েও গুরুত্ব দেন। বাদশাহ সালমান এ সংকটের সমাধানে পুতিনকে এগিয়ে আসারও আহ্বান জানান। গত শুক্রবার এ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক এবং সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রীরা ভিয়েনায় এক বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকের পর সিরিয়া সংকট নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দফতর। তবে এখনো এ আলোচনার কোনো তারিখ নির্ধারিত হয়নি এবং কারা কারা এতে অংশ নিচ্ছে তাও জানা যায়নি।

এরই মধ্যে পুতিনের সঙ্গে বাদশাহ সালমানের এই ফোনালাপ বিশেষ তাৎপর্যপূর্ণ। এএফপি।

সর্বশেষ খবর