শিরোনাম
বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার প্রমাণ

মিয়ানমার সরকার যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত গণহত্যা চালিয়েছিল তার ‘জোরালো প্রমাণ’ খুঁজে পেয়েছে আলজাজিরার তদন্ত দল। ইয়েল ইউনিভার্সিটির ল স্কুলের এক প্রতিবেদনের ওপর ভিত্তি করেই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছে। সোমবার Exclusive : Strong evidence of genocide in Myanmar শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করেছে আলজাজিরা। ওই বিশ্ববিদ্যালয়ের লয়েনস্টেইন ক্লিনিক মিয়ানমারের ওপর দীর্ঘ আট মাস গবেষণা চালানোর পর ওই সিদ্ধান্তে উপনীত হয়। এক বিবৃতিতে ওই ক্লিনিক জানায়, রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যা চালানো হয়েছে এবং এতে ইন্ধন জুগিয়েছেন স্থানীয় রাজনীতিবিদরাই। ‘আমরা মনে করি তারা যে ভাষায় বিবৃতি দিয়েছেন তাতে গণহত্যা এড়ানোর কোনো উপায় ছিল না।’ মিয়ানমার সরকারের ইন্ধনেই যে দেশটির মুসলিম সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক সহিংসতা চালানো হয়েছিল মানবাধিকার গোষ্ঠী ফোর্টি রাইটস এবং আলজাজিরার তদন্ত দলের অনুসন্ধানেও তা স্পষ্ট। তাদের দাবি, স্থানীয় নেতারা বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে সচেষ্ট ছিলেন। বিভিন্ন সময়ে তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। এ ছাড়া ওই নেতারা মুসলিম নিধনের জন্য চরমপন্থি বৌদ্ধ গোষ্ঠীগুলোকে আর্থিক সহায়তা দিয়েছেন বলেও প্রমাণ পাওয়া গেছে। দেশটিতে ৮ নভেম্বর সাধারণ নির্বাচনের আগে আলজাজিরার এ অনুসন্ধানী প্রতিবেদন বিশেষ গুরুত্বপূর্ণ। ওই প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, সংখ্যালঘু মুসলিমদের দেশছাড়া করতে ক্ষমতাসীন এবং সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) বিশেষ উদ্যোগ নিয়েছিল। তবে আলজাজিরা এ বিষয়ে মিয়ানমার প্রেসিডেন্টের কার্যালয় এবং মুখপাত্রদের মন্তব্য করার অনুরোধ জানালেও তারা এতে রাজি হননি।

 

সর্বশেষ খবর