শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক নিরাপত্তার আহ্বান আব্বাসের

ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলোতে ফিলিস্তিনীদের নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক নিরাপত্তা বলয় সৃষ্টির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সুইজারল্যান্ডের  জেনেভায় জাতিসংঘ মানবাধিকার সংস্থার এক বৈঠকে বুধবার এ আহ্বান জানান তিনি। আব্বাস বলেছেন, ‘দ্রুত এবং জরুরি ভিত্তিতে ফিলিস্তিনীদের জন্য আন্তর্জাতিক নিরাপত্তাময় এলাকা সৃষ্টি করতে হবে।’ সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশে ইসরায়েলের কড়াকড়িকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় সহিংসতা  বেড়েই চলছে। চলতি মাসে এ পর্যন্ত ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় ৬৪ ফিলিস্তিনী নিহত হয়েছেন। অপরদিকে বিভিন্ন প্রতিশোধমূলক হামলায় ৯ ইসরায়েলি নিহত হয়েছেন। এ অবস্থায় আব্বাস বলেছেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলে বর্তমান মানবাধিকার পরিস্থিতি ১৯৪৮ সালের পর সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে।’ ইসরায়েলের অবৈধ স্থাপনা নির্মাণের ফলে হাজার হাজার ফিলিস্তিনী গৃহহীন হয়েছেন বলে উলে­খ করেন তিনি। আলজাজিরা।

সর্বশেষ খবর