শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিদ্যার দীর্ঘ সংগ্রামী জীবন

বিদ্যার

দীর্ঘ সংগ্রামী

জীবন

নেপালের গণতন্ত্রের যাত্রা শুরুর বেশি দিন হয়নি। এরমধ্যে এ সময়ের হিন্দু রাষ্ট্র নেপালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একজন নারী বিদ্যা দেবী ভাণ্ডারি। তার স্বামী এক সময় ছিলেন নেপালের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। তার নাম মদন ভাণ্ডারি। ১৯৯৩ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। যদিও সেই মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। তবে দুই সন্তানের মা বিদ্যা রাজনীতিতে জড়িয়ে পড়েন বিগত শতাব্দীর সত্তরের দশকের শেষ দিকে। বামপন্থি ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই বিদ্যা দেবীর রাজনীতিতে হাতেখড়ি। বর্তমানে তিনি নেপাল কমিউনিস্ট পার্টির (সংযুক্ত মার্কসিস্ট-লেনিনিস্ট) ভাইস  চেয়ারপারসন। তিনি দুই দশক দলের সহযোগী সংগঠন অল নেপাল উইমেন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেন। এর মাঝে মদন ভাণ্ডারির মৃত্যুতে নেপালের পার্লামেন্টে কাঠমান্ডু-১ আসনটি শূন্য হয়। ওই আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে অংশ নেন বিদ্যা দেবী। এএফপি।

সর্বশেষ খবর