শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬

রিপাবলিকান প্রার্থীরা এবার তর্কযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

রিপাবলিকান প্রার্থীরা

এবার তর্কযুদ্ধে

বছরখানেক পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে বুধবার ইউনিভার্সিটি অব কলোরাডোর্সে নিজেদের যোগ্যতা প্রমাণে ‘তর্কযুদ্ধে’ জড়িয়ে পড়েন রিপাবলিক দলের হয়ে প্রেসিডেন্ট প্রার্থীরা -এএফপি

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এবার তর্কযুদ্ধে নেমেছেন রিপাবলিকান দলের প্রার্থীরা। স্থানীয় সময় বুধবার এ তর্কযুদ্ধ অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদমাধ্যম, ডেমোক্রেট ও নিজেদের একে অপরের সমালোচনায় মুখর হয়ে ওঠেন নেতারা। এতে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প, বেন কার্সন, জন কাসিচ, মার্কো রুবিও, টেড ক্রুজসহ রিপাবলিকানদের ১০ জন সম্ভাব্য প্রার্থী। এর আগে ১৩ অক্টোবর তর্কযুদ্ধে মুখোমুখি হন ডেমোক্রেটদের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন, বার্নি স্যান্ডার্স, মেরিল্যান্ড গভর্নর মার্টিন ও’মেলে ও  রোড আইল্যান্ডের সাবেক গভর্র্নর লিঙ্কন চাফি। এএফপি।

সর্বশেষ খবর