শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রকে যুদ্ধের চ্যালেঞ্জ জানাল চীন

দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি সামরিক দ্বীপের আশপাশে মার্কিন নৌবহরের আনাগোনার পর বেইজিংয়ের তরফে স্পষ্টই জানিয়ে দেওয়া হলো, আমেরিকার বিরুদ্ধে যে  কোনো সময়ে যে কোনো রকম যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে চীন। বেইজিংয়ের তরফে অভিযোগ করা হয়েছে, ওয়াশিংটন নানাভাবে উসকানি দিতে চাইছে। এ অবস্থায় চীন বসে থাকতে পারে না। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য তৈরি রয়েছে চীন। চীনের সরকার পরিচালিত সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এর সম্পাদকীয়তে আজ এ কথাই লেখা হয়েছে। বেইজিংয়ের বানানো কৃত্রিম দ্বীপপুঞ্জে আরও মার্কিন ডেস্ট্রয়ার পাঠানো হচ্ছে বলে গতকাল জানিয়েছিল পেন্টাগন। বলা হয়েছিল, ওই মার্কিন ডেস্ট্রয়ারগুলোতে রাখা হচ্ছে টহলদারি বিমান। এএফপি।

সর্বশেষ খবর