শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এক সন্তান নীতি থেকে সরে এলো চীন

তিন দশক ধরে পরাক্রমশালী দেশ চীনে এক সন্তানের  বেশি সন্তান নেওয়ার নিয়ম ছিল না। আর এ কারণে জনসংখ্যায় পুরুষদের সংখ্যা মেয়েদের থেকে এতই বেশি যে অনেকেরই পাত্রী জুটছিল না। পাত্রী ভাগাভাগির পরামর্শও দেওয়া হয়। এ জন্য দেশে প্রবল ক্ষোভ ছিল। তীব্র বিরোধিতা করছিলেন মানবাধিকার কর্মীরা। বাড়ছিল নানা ধরনের সামাজিক অপরাধ। অবশেষে এই সমস্যার মূল কারণ ‘এক সন্তান নীতি’কে তুলেই দিল চীন। গতকাল সরকারিভাবে দম্পতিদের দুটি সন্তান ধারণের সুযোগ দেওয়ার কথা ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির পঞ্চম প্লেনামে এ সিদ্ধান্ত  নেওয়া হয়। দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ২০৫ জন সদস্য এবং ১৭০ জন আমন্ত্রিত সদস্য এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আশির দশকে এই ‘এক সন্তান নীতি’ চালু করে চীন। অত্যন্ত কঠোরভাবে সেই নীতি বলবৎ করাও হয়। এএফপি।

সর্বশেষ খবর