শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মিয়ানমারে মুসলিমবিহীন নির্বাচন

মিয়ানমারে ২৫ বছরের মধ্যে প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এই নির্বাচনে সুকৌশলে মুসলিমদের বাদ দেওয়া হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটিতে প্রায় সাত শতাংশ মুসলমান। এছাড়া প্রায় ৩০ লাখ রোহিঙ্গা মুসলিমকে ভোটার না করার পাশাপাশি বড় দলগুলোতে কোনো মুসলিম প্রার্থী রাখা হচ্ছে না। দেশটির বড় রাজনৈতিক দল অং সান সুচির ন্যাশনাল লিগ ফর  ডেমোক্রেসির (এনএলডি) থেকে কোনো মুসলিম প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে না। এমনকি নেত্রীর নির্দেশে দলের মধ্যে ‘মুসলিমদের কাটছাঁট’ করার প্রক্রিয়া চলছে। মূলত দেশটিতে উগ্রপন্থি বৌদ্ধদের মুসলিম বিরোধী মনোভাবের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্রপন্থি দলটি। স্থানীয় ও জাতীয় নির্বাচনে এনএলডির ১ হাজার ১৫১ প্রার্থীর মধ্যে একজনও মুসলিম নেই। যদিও দেশটিতে প্রায় ৫০ লাখ মুসলিমের বসবাস। আলজাজিরা।

সর্বশেষ খবর