রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চীনের পাল্টা চ্যালেঞ্জ

চীনের পাল্টা চ্যালেঞ্জ

দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জ -বিবিসি

মার্কিন রণতরীর বিপক্ষে সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে যুক্তরাষ্ট্রকে এবার চীনের পাল্টা চ্যালেঞ্জ। ফলে অনেকটা বেড়ে গেল দক্ষিণ চীন সাগরের উত্তাপ। ওয়াশিংটন আর বেইজিংয়ের মধ্যে কথা চলছে। কিন্তু, তার মাঝেই দুই দেশের নৌবাহিনীর মধ্যে এখন চলছে কড়া হুঁশিয়ারি আর পাল্টা চোখরাঙানির বিনিময়। বিধ্বংসী যুদ্ধজাহাজ ইউএসএস লাসেনকে দক্ষিণ চীন সাগরে পাঠিয়ে শি জিনপিংয়ের ওপর চাপ বাড়িয়েছিলেন বারাক ওবামা। কিন্তু প্রতিপক্ষ যেখানে চীন, সেখানে কি এত সহজে ওয়াকওভার পাওয়া সম্ভব আমেরিকার পক্ষে? সাবমেরিন থেকে অতর্কিতে আক্রমণ চালানোর জন্য দক্ষিণ চীন সাগরে অত্যাধুনিক ওয়াইজে-১৮ ক্ষেপণাস্ত্র  মোতায়েন করেছে বেইজিং। ক্ষেপণাস্ত্র হানা রুখে দেওয়ার ব্যবস্থা মার্কিন রণতরীতে রয়েছে। কিন্তু, চীনের এই নতুন সুপারসনিক ক্ষেপণাস্ত্র শেষ মুহূর্তে গতিবেগ এমন তীব্র করে নেয় যে রাডারের পক্ষেও তার অবস্থান নির্ণয় প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

ওয়াইজে-১৮ ক্ষেপণাস্ত্র ২৯০ নটিক্যাল মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যখন সমুদ্রে ডুবে থাকা সাবমেরিন থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তখন এর গতিবেগ থাকে ঘণ্টায় প্রায় ৯৬০ কিলোমিটার। অর্থাৎ শব্দের বেগের চেয়ে সামান্য কম। এএফপি। কিন্তু, সেই সময় বিপক্ষের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্রশস্ত্রের নাগালের বাইরে থাকে এই ক্ষেপণাস্ত্র। সমুদ্রপৃষ্ঠের কয়েক মিটার উপর দিয়ে ছুটতে থাকা এই ক্ষেপণাস্ত্র বিপক্ষের জাহাজের ২০ নটিক্যাল মাইল দূরে পৌঁছেই আচমকা গতি বাড়িয়ে নেয়। তখন শব্দের গতিবেগের চেয়ে তিনগুণ বেগে ছুটতে থাকে ওয়াইজে-১৮। এই তীব্র বেগের কারণে বিপক্ষের রণতরীতে থাকা রাডার ঠিকমতো নির্ণয় করতে পারে না  ক্ষেপণাস্ত্রের অবস্থান। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়েও সঠিক লক্ষ্যে আঘাত হানা সম্ভব হয় না। ফলে ওই ক্ষেপণাস্ত্রকে থামানো যায় না। অর্থাৎ যে রণতরীকে লক্ষ্য করে ওয়াইজে-১৮ ছোড়া হয়, তার ধ্বংস প্রায় নিশ্চিত। মার্কিন রণতরী চীনের ১২ নটিক্যাল মাইল এলাকার মধ্যে ঢুকে পড়ার পর একের পর এক চীনা সাবমেরিনে এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র চীনা সেনাবাহিনী  মোতায়েন করতে শুরু করায়, যুদ্ধের আবহ আরও তীব্র হয়েছে। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর