শিরোনাম
রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অপয়া ২৬ তারিখ!

২৬ অক্টোবর আফগানিস্তান ও পাকিস্তানে ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানে। তাতে কমপক্ষে ৪০০ জন মানুষের প্রাণহানি হয়।

পাঁচ বছর আগে অর্থাৎ ২০১০ সালে বিভিন্ন মাসের ২৬ তারিখ অনেক দেশেই ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে ওই বছরের ২৬ ফেব্রুয়ারি জাপান ভূমিকম্পে বিধ্বস্ত হয়। ২৬ জুন কেঁপে ওঠে ইন্দোনেশিয়া, ২৬ জুলাই কেঁপে ওঠে তাইওয়ান। আর ২৬ অক্টোবর ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। এত ২৬ তারিখের বর্ণনা দেওয়া হলো একটি কারণে। তা হলো প্রায় প্রতি বছর বিশ্বের কোথাও না কোথাও ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সুনামি ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় প্রাণ যায় অনেকের। কিন্তু কাকতালীয়ভাবে এসব ঘটনা ঘটছে কোনো না কোনো মাসের ২৬ তারিখে। দ্য ইকোনমিকস টাইমস এবং আইএনএস এমন ১৭টি ঘটনার বর্ণনা দিয়ে ‘২৬ তারিখকে অপয়া বা অলক্ষুণে’ ব্যাখ্যা করে একটি প্রতিবেদন তৈরি করেছে।

এর মধ্যে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভয়বহ সুনামি ঘটে ভারত মহাসাগরে। ইন্দোনেশিয়া, জাপানে সমুদ্রের পানি কয়েকশ ফুট ওপরে ওঠে। সাগর রক্ষার বাঁধের ওপর দিয়ে সেই পানি উছলে যায়। সুনামিতে মৃত্যু ঘটে অন্তত সোয়া দুই লাখ মানুষের। আর সেই পানির স্রোতের তোড়ে হাজার হাজার বাড়ি-ঘর, গাড়ি খরকুটোর মতো ভেসে যায়।  প্রতিবেদনটিতে ১৭০০ সাল থেকে চলতি বছরের ২৬ অক্টোবর পর্যন্ত ২৬ তারিখে প্রাকৃতিক দুর্যোগের ঘটনার ১৭টি উদাহরণ দেওয়া হয়েছে। তবে প্রতিবেদনটি এসব দুর্যোগে প্রাণহানির সংখ্যা উল্লেখ করা হয়নি। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর