সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

একমত তিন দেশ

পারস্পরিক নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা জোরদারে একমত হয়েছেন চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা।  গতকাল  এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। ২০১২ সালের পর এই প্রথম তিন দেশের নেতারা বৈঠকে বসেছিলেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। এএফপি।

তুরস্কে ভোট গ্রহণ

তুরস্কে গতকাল দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ৭ জুন দেশটিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয় পেলেও সংখ্যাগরিষ্ঠতা হারায় প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগানের ক্ষমতাসীন (একেপি) জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এরদোগানের প্রেসিডেন্ট শাসিত রাষ্ট্রব্যবস্থা চালুর স্বপ্ন বাস্তবায়ন ও একক সরকার গঠনে ক্ষমতাসীন দল একেপির প্রয়োজন ছিল ২৭৬ আসন, কিন্তু তারা পায় ২৫৮ আসন। আল জাজিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর