বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সমুদ্রে নৌ টহলদারি চলবে চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

দুই মাসে অন্তত একবার। তার বেশিও হতে পারে। দক্ষিণ চীন সাগরে এভাবে নিয়মিত টহলদারি চালাবে যুক্তরাষ্ট্র। পেন্টাগন থেকে গতকাল এ ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে চীনকে অনেকটা হুমকি দিয়ে রাখল যুক্তরাষ্ট্র। মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস বলেছেন, ‘আন্তর্জাতিক আইন মেনেই সারা বছর বিশ্বজুড়ে সমুদ্রে টহল দেয় মার্কিন নৌবাহিনী। দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী ‘ইউএসএস-ল্যাসেন’ পাঠানোর ঘটনা আসলে তেমনই একটি ‘রুটিন’! তবে যুদ্ধ আমাদের কাম্য নয়। আমরা শান্তি বজায় রাখার জন্যই ওই অঞ্চলে রয়েছি।’ দক্ষিণ চীন সাগরে যে এলাকাটিকে চীন তার ‘নিজস্ব এলাকা’ বলে বহু দিন ধরে দাবি করে আসছে, সেই ১২ নটিক্যাল মাইল ডিঙিয়ে সুবি ও মিসচিফ রিজের মাঝামাঝি অঞ্চলে মার্কিন রণতরী ঢুকে পড়ার পর থেকেই উত্তেজনা বাড়ছেই। বিবিসি।

সর্বশেষ খবর