বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

৬৬ বছরের বরফ গলছে?

চীন-তাইওয়ান বৈঠক

আর মাত্র একদিন। তারপর চির বৈরী দুই দেশ চীন ও তাইওয়ানের সর্বোচ্চ নেতারা ৬৬ বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন। ঐতিহাসিক এই ঘটনাটি ঘটতে যাচ্ছে আগামী শনিবার, সিঙ্গাপুরে। ১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর ও চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ান আলাদা হওয়ার পর এটিই হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিউ বৈরী পক্ষ দুটির নেতাদের প্রথম বৈঠক। ওই সময় থেকেই দুই দেশের বৈরী সম্পর্ক। তাইওয়ানের প্রেসিডেন্টের কার‌্যালয় জানিয়েছে, এই আলোচনার একমাত্র উদ্দেশ্য হলো তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি স্থাপন করা। বিশ্লেষকেরা জানিয়েছেন, এই দুই প্রেসিডেন্টের মধ্যে একটুখানি সাক্ষাৎ, সামান্য কুশলাদি বিনিময়ই যে ইতিহাসের জম্ম দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্য এই বৈঠকে কোনো চুক্তি হবে না বলে দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে।

তাইওয়ান সরকারের এক মুখপাত্র জানান, আজ একটি সংবাদ সম্মেলন করে বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে নিজ স্বার্থের ব্যাখ্যা তুলে ধরবেন প্রেসিডেন্ট মা ইং-জিউ। ১৯৪৯ সালে তাইওয়ান চীন থেকে আলাদা হওয়ার পর নিজেদের সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে তাইওয়ান। আর তাতে সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। কিন্তু চীনের দাবি দ্বীপটি তাদেরই অংশ। চীন মনে করে তাইওয়ান একদিন চীনের সঙ্গে আবারও মিলেমিশে যাবে। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর