শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিগগির ভারতে আনা হবে ছোটা রাজনকে : রাজনাথ

কলকাতা প্রতিনিধি

শিগগির ভারতে আনা হবে ছোটা রাজনকে : রাজনাথ

ইন্দোনেশিয়ায় আটক আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন ওরফে রাজেন্দ্র সদাশিব নিখালজেকে শিগগির ভারতে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গতকাল দিল্লিতে এক অনুষ্ঠানের ফাঁকে রাজনকে কখন ভারতে ফিরিয়ে আনা হবে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন ‘ছোটা রাজনকে শিগগির ফিরিয়ে আনা হবে। তাকে খুব শিগগির ফিরিয়ে আনা হবে।’ রাজনকে ভারতে প্রত্যর্পণের ব্যাপারে মঙ্গলবারই সব প্রশাসনিক কাজকার্ম শেষ হয়েছে। ওইদিন রাতেই ভারতে ফিরিয়ে আনার কথা থাকলেও মাউন্ট রিঞ্জানি আগ্নেয়গিরি থেকে ছাই বের হওয়ার কারণে সেখানার নাগুরা রাই আন্তর্জাতিক বিমানবন্দরে পরিষেবা বন্ধ করে দেয় ইন্দোনেশিয় কর্তৃপক্ষ। গত ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিমানে ইন্দোনেশিয়ার বালিদ্বীপে নামতেই গ্রেফতার করা হয় মুম্বাইয়ের নাগরিক ছোটা রাজন (৫৫)-কে। ইন্টাপোলের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত রাজনের বিরুদ্ধে খুন, রাহাজানি, বেআইনি অস্ত্র মজুদ রাখা ও তা ব্যাবহার সম্পর্কিত অন্তত ৭৫ টি মামলা রয়েছে। ১৯৯৩ সালের মুম্বাইয়ে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় মূল হোতা দাউদের পাশাপাশি ছোটা রাজনও অভিযুক্ত ছিলেন।

 

সর্বশেষ খবর