শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মিসরে ফ্লাইট স্থগিত করল রাশিয়াও

মিসরে ফ্লাইট স্থগিত করল রাশিয়াও

বোমা বিস্ফোরণে রুশ বিমান বিধ্বস্ত

মিসরের সিনাইয়ে ২২৪ জন আরোহী নিয়ে রাশিয়ান বিমানটি বিধ্বস্তের কারণ নিয়ে বোমা বিস্ফোরণকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আর এই বিবৃতি দেওয়া হচ্ছে দেশ দুটির সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের মধ্য থেকে অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে। শেষ পর্যন্ত সেই দাবিতে স্বায় দিল রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ­ক্ষাদিমির পুতিন গতকাল বলেছেন, তারাও তাদের গোয়েন্দাদের কাছ থেকে এমন তথ্য পেয়েছেন। অর্থাৎ বিস্ফোরণেই এটি বিধ্বস্ত হয়েছে। এ কারণে পুতিন মিসরের সঙ্গে তার দেশের সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত করেছেন। ব্রিটিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি দাবি করেছে, বিমানটির উড্ডয়নের আগে সেটির কার্গো হোল্ডে একটি বোমা পাতা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আর তা উড্ডয়নের আধ ঘণ্টার মধ্যেই বিধ্বস্ত হয়। ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, সিনাইয়ের কয়েকটি গোষ্ঠীর গোপন আলাপ থেকে তারা, ওই হামলাটি সন্ত্রাসী হামলা ছিল বলে জানতে পেরেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কার্গোতে বোমা থাকার বিষয়টিকে তারাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। তবে মিসরের দাবি, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। অপরদিকে রাশিয়া বলছে, সঠিক কারণ জানতে দেরি হচ্ছে। এদিকে বিমান দুর্ঘটনার পর যুক্তরাজ্য মিসরের অবকাশ কেন্দ্রে তাদের নাগরিকদের সেখানে গমনে ও অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই পথ ধরে আরও কয়েকটি দেশ মিসরের শারম আল শেখে ভ্রমণের বিষয়ে তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে। ভ্রমণে সতর্কতা : রুশ বিমান বিধ্বস্তের ঘটনায় মিসরীয় অবকাশযাপন কেন্দ্র শারম আল-শেখে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ। ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসও তাদের দেশের নাগরিকদের শারম আল-শেখে ভ্রমণে সতর্কতা জারি করেছে। লোহিতসাগর-তীরবর্তী ওই অবকাশযাপন কেন্দ্রে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে জার্মানি। তবে রুশ বিমান শারম আল-শেখে আসা-যাওয়া অব্যাহত রেখেছে। যুক্তরাজ্য গতকাল থেকে তাদের দেশের পর্যটকদের শারম আল-শেখ থেকে বিমানে ফিরিয়ে আনা শুরু করবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। মিসরের লোহিত সাগরের শারম আল-শেখ থেকে গত শনিবার উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয় বেসামরিক যাত্রীবাহী এয়ারবাস ৩২১। ৯২৬৮ ফ্লাইটের বিমানটি মিসর থেকে সাইপ্রাস হয়ে রাশিয়ার পিটাসবার্গের উদ্দেশে যাচ্ছিল। জঙ্গি সংগঠন আইএস দাবি করেছে তারা বিমানটি ধ্বংস করেছে। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর