শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

২০১৭ সালের মধ্যে ৩০ লাখ শরণার্থী পৌঁছবে ইউরোপে

ইইউর অর্থনৈতিক উৎপাদন বাড়বে

২০১৭ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ৩০ লাখ শরণার্থী পৌঁছবে বলে ধারণা করছে ইউরোপীয় কমিশন। এর জনসংখ্যার ইতিবাচক মূল্যায়ন করছে ইইউ। এ বিপুল জনশক্তিকে কাজে লাগাতে পারলে দীর্ঘমেয়াদে ইইউর অর্থনৈতিক উৎপাদন বাড়বে এবং অর্থব্যবস্থার উন্নয়ন ঘটবে বলেই মনে করছে ইউরোপীয় কমিশন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শরণার্থীদের কারণে ইইউয়ের অর্থনীতিতে সামান্য হলেও এ ইতিবাচক প্রভাব পড়ার পূর্বাভাস দিয়েছে ২৮-জাতির এ ব্লকটির নির্বাহী শাখা। তাদের হিসাবমতে, চলতি বছর ইইউ দেশগুলোতে পৌঁছবে ১০ লাখ আশ্রয়প্রার্থী। আরও ১৫ লাখ শরণার্থী পৌঁছবে আগামী বছর অর্থাৎ ২০১৬ সালে এবং ২০১৭ সালে পৌঁছবে ৫ লাখ শরণার্থী। ইউরোপীয় কমিশন বলছে, ইউরোপে আসা মোট শরণার্থীর অর্ধেককেও আশ্রয়  দেওয়া গেলে এবং তাদের তিন-চতুর্থাংশ কাজ করার মতো বয়সের হলে ইইউর শ্রমশক্তি এ বছর ০ দশমিক ১ শতাংশ বাড়বে। আর ২০১৬ ও ২০১৭ সাল দুই বছরেই শ্রমশক্তি বাড়বে ০ দশমিক ৩ শতাংশ।

ইইউর দেশগুলোতে আশ্রয় পাওয়া শরণার্থীরা যদি সেসব  দেশের নাগরিকদের মতো একইরকম কর্মদক্ষ হয় তাহলে ২০১৬ সালে ইইউর জিডিপি (মোট দেশজ উৎপাদন) বাড়বে ০ দশমিক ২১ শতাংশ এবং ২০১৭ সালে বাড়বে ০ দশমিক ২৬ শতাংশ। তবে শরণার্থীরা ইইউ দেশগুলোর নাগরিকদের মতো একইরকম কর্মদক্ষ না হলে জিডিপি আগামী বছর কমে দাঁড়াবে ০ দশমিক ১৪ শতাংশে এবং ২০১৭ সালে এ হার দাঁড়াবে ০ দশমিক ১৮ শতাংশে। আর জার্মানির মতো যে ইউরোপীয় দেশগুলো আশ্রয়প্রার্থীদের মূল গন্তব্য সেসব  দেশে জিডিপি এবছর খুব বেশি হলে ০ দশমিক ২ শতাংশ বাড়তে পারে। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর