শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিস্ময়কর মেঘমালা

বিস্ময়কর মেঘমালা

বৃষ্টি হয়ে ঝরে পড়ার আগে সাগরের পানি থেকে মাত্র কয়েক মিটার ওপরে ঘন মেঘের এক মন্ত্রমুগ্ধ দৃশ্য দেখা গেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। সিডনির বন্ডি সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষ আপ্লুত হয়ে এ অভূতপূর্ব দৃশ্য দেখেছেন। বিখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতা উইল রিড ওই মেঘের এই চমৎকার উড়ে আসা এবং এক সময় সিডনির উপরে ঝড় হয়ে ঝরে পড়ার দৃশ্য পুরোটা ক্যামেরায় ধারণ করেছেন। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখেন, ‘পাঁজা মেঘের সবচেয়ে নিখুঁত দৃশ্যটা আজকে দেখা গেছে সিডনির আকাশে।’ নিকোল কিজার নামের একজন প্রত্যক্ষদর্শী এ দৃশ্যের বর্ণনায় বলেছেন, ‘আকাশে মেঘের ঢেউ!’ তবে এই আশ্চর্য মেঘ ভেঙে এক সময় ঝড়-বৃষ্টি শুরু হয়। সিএনএন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর