শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ছোটা রাজন এখন দিল্লিতে

ছোটা রাজন এখন দিল্লিতে

ইন্দোনেশিয়ার বালিতে গ্রেফতার হওয়া ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী ও আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত ছোটা রাজনকে দিল্লিতে আনা হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইর সদর দফতরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল ভোর ৫টা ২০ মিনিট নাগাদ তাকে বালি থেকে দিল্লিতে আনা হয়। বিশেষ কমান্ডো প্রহরায় সকাল ৬টায় সিবিআইর সদর দফতরে নিয়ে যাওয়া হয়। তাকে সিবিআই, আইবি ও ‘র’-এর কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। ছোটা রাজনের আসল নাম রাজেন্দ্র নিকালজে। ৫৫ বছর বয়সী কুখ্যাত এ অপরাধীর বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক পাচারসহ অন্তত ৭৫টি অভিযোগ রয়েছে। ১৯৮৮ সালে তিনি ভারত ছেড়ে বিদেশে পালিয়ে যান। ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া থেকে মোহনকুমার ছদ্মনামে জাল পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছালে গ্রেফতার হন ছোটা রাজন। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস থাকায় বালি পুলিশ গ্রেফতার করে। এরপরই ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার তৎপরতায় তাকে দিল্লিতে নিয়ে আসা হয়। এনডিটিভি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর