শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে কর্মস্থলে চরম লিঙ্গবৈষম্য !

নারীরা পুরুষের সমমানের কাজের জন্য সম পরিমাণ বেতন পাচ্ছে না এবং এটা শুধু একটা-দুটো কাজের ক্ষেত্রে নয়, সবক্ষেত্রে। বিবাহিত নারী এবং পুরুষের বেতনের ওপর করা এক গবেষণার ফলাফলের পার্থক্য থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। আর এই দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র।

বাবারা যেখানে সর্বচ্চ ৬৭ হাজার ৯০০ ডলার কামাই করেন, মায়েদের কামাই সেখানে মাত্র ৪৬ হাজার ৮০০ ডলার। এদিকে স্বামী ছাড়া কেবল বাচ্চা নিয়ে থাকে এরকম একা মায়েদের (সিঙ্গেল মাদার) কামাই মাত্র ৩৮ হাজার ২০০ ডলার। গবেষণা পরিচালনা করেছে একটি অনলাইন ভিত্তিক বেতন, মুনাফা এবং ভাতার তথ্যমূলক কোম্পানি ‘পে-স্কেল ইন করপোরেটেড’। এপি।

সর্বশেষ খবর