সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মিসর থেকে ১১ হাজার নাগরিক ফিরিয়ে নিয়েছে রাশিয়া

বিমান বিধ্বস্তের জের

মিসর থেকে  গত ২৪ ঘণ্টায় ১১ হাজার রুশ পর্যটককে দেশে ফিরিয়ে নিয়েছে রাশিয়া। গতকাল রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আর্কাদি দোভোর্কোভিচের বরাতে বার্তা সংস্থা আরআইএ এ খবর জানিয়েছে। আরও লোকজনকে দেশে ফিরিয়ে আনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন  দোভোর্কোভিচ।  সিনাই উপদ্বীপে বিধ্বস্ত রুশ বিমানটি জঙ্গিদের পেতে রাখা বোমায় বিধ্বস্ত হয়েছে, এমন ধারণা ক্রমেই ঘনীভূত হওয়ার পর মিসরের সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত করেছে রাশিয়া। এতে মিসরে প্রায় ৮০ হাজার রুশ পর্যটক আটকা পড়েছেন।  ৩১ অক্টোবর ভোরে মিসরীয় অবকাশ কেন্দ্র শার্ম আল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে যাত্রীবাহী একটি রুশ বিমান রওয়ানা হওয়ার কিছুক্ষণের মধ্যেই সিনাইয়ের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। এতে বিমানটির ২২৪ আরোহীর সবাই নিহত হন। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নির্ধারণ করতে পারেননি তদন্তকারীরা। এএফপি।

সর্বশেষ খবর