শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সু চির দলকে সহায়তার আশ্বাস সেনাবাহিনীর

সু চির দলকে সহায়তার আশ্বাস সেনাবাহিনীর

২৫ বছর পর নির্বাচন হলো মিয়ানমারে। সেই নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করছে দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তারপরও সংশয় কাটছে না সাধারণ মানুষের। কারণ দেশটির সবচেয়ে বেশি ক্ষমতাধর সেনাবাহিনী। এর আগেও ১৯৯০ সালে যে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনেও জিতেছিল সু চির দল। কিন্তু সে সময় সু চিকে ক্ষমতা না দিয়ে বরং সেনাবাহিনী দেশের ক্ষমতা নিজের কাছে রেখে সু চিকে বন্দী করে রাখে। তবে এবার নির্বাচনের সব ফলাফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়েছে সেনাবাহিনীর আশীর্বাদপুষ্ট বর্তমান ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। সু চিকে অভিনন্দন জানিয়েছেন ক্ষমতাধর সেনাবাহিনী প্রধান মিন অং হ্লাইং। সেই সঙ্গে বিজয়ী অং সান সু চির ভবিষ্যৎ সরকারকে সহায়তার কথা ঘোষণা করেছেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন তিনি। এনএলডি সরকার গঠন করলেও দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে পারবেন না নোবেলজয়ী সু চি। তবে প্রেসিডেন্টের ওপর থেকে দেশ চালনার ঘোষণা দিয়েছেন এই নেত্রী। এদিকে দেশটির ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রেসিডেন্ট থেইন সেইনকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র এবং তথ্যমন্ত্রী ইয়ে হতুত তার ফেসবুক পেজে বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হওয়ার জন্য সরকার ও প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র মিয়ানমার সরকারকে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তিনি। এ পর্যন্ত ঘোষিত ফলে পার্লামেন্টের নিম্নকক্ষে ৮০ শতাংশেরও বেশি আসন জিতেছে এনএলডি।  এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর