শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

‘লম্বা মানুষ’টি আর নেই

 

 

পর্নশাই সাওস্রি। ডাকনাম, ওয়াফ। ধারণা করা হয়ে থাকে, তিনিই বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ। তার উচ্চতা আট ফুট আট ইঞ্চি। বিশ্বের সবচেয়ে লম্বা এ মানুষটি মাত্র ২৬ বছর বয়সেই পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি জমিয়েছেন পরপারে। থাইল্যান্ডের প্রাসত জেলার বান তাকায়েও গ্রামের অধিবাসী ছিলেন তিনি। পর্নশাই সাওস্রিকে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ বলে মানলেও অফিসিয়ালি তাকে খেতাব দেওয়া হয়নি। এএফপি।

তরুণীকে গণধর্ষণ

ভারত ধর্ষণের অভিশাপ থেকে বের হতেই পারছে না। এবার  বেঙ্গালুরুতে অভিজাতদের টেনিস ক্লাবের ভিতর গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। টেনিস ক্লাবটির সদস্য হতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানকার নিরাপত্তা রক্ষীরাই তাকে ধর্ষণ করে। এ অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তরুণীটির বাড়ি বেঙ্গালুরু থেকে ৭০ কিলোমিটার দূরে। বেশি রাত হয়ে যাওয়ায় বাড়ি না  ফেরার সিদ্ধান্ত নেন তিনি। দ্য হিন্দু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর