শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জিহাদি জন নিহত!

জিহাদি জন নিহত!

নাম মোহাম্মদ এমওয়াজি। এখন সবাই তাকে চেনে জঙ্গি সংগঠন আইএসের ‘জিহাদি জন’ হিসেবে। কুয়েতি বংশোদ্ভূত ব্রিটিশ এই নাগরিক কুখ্যাত হয়েছেন একের পর এক মানুষের গলা কেটে হত্যা করে। এসব হত্যাকাণ্ডের প্রতিটি ভিডিওতেই এমওয়াজি মুখ ঢাকা কালো পোশাক পরে উপস্থিত হয়েছেন। এবার তাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের বিমান হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছে পেন্টাগন। গতকাল এক বিবৃতিতে পেন্টাগন জানায়, সিরিয়ার রাক্কায় মার্কিন সেনাদের পরিচালিত বিমান হামলায় জিহাদি জন নিহত হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিষয়টি নিশ্চিত হতে এখনো খোঁজখবর নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালিত হয়। মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ ও জেমস ফলের শির-ক্ষেদের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই জিহাদি জনের ব্যাপারে সোচ্চার হয়ে ওঠে পশ্চিমা দুনিয়া। পরবর্তীতে আরও অনেকের শির-ক্ষেদে তাকে দেখা যায়। সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আবদুল রহমান জানান, ‘রাক্কা শহরের গভর্নর ভবনের সামনে ইসলামিক স্টেটের চারজন বিদেশিকে বহনকারী একটি গাড়ি মার্কিন বিমান হামলার শিকার হয়। চারজন বিদেশি জঙ্গির একজন ব্রিটিশ জিহাদি।’

তবে জিহাদি জন নিহত হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি যুক্তরাজ্য। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, মার্কিন অভিযানে জিহাদি জন নিহত হয়েছেন বলে তিনি এখনো নিশ্চিত নন। তিনি আরও বলেন, ‘ওখানকার সব সূত্রই বলছে, একজন গুরুত্বপূর্ণ ব্রিটিশ জিহাদির লাশ রাক্কার হাসপাতালে রয়েছে। সবগুলো সূত্রই বলছে, এটি জিহাদি জনের লাশ।’

রাশিয়াকে চরম হুমকি আইএসের : আইএস এবার রাশিয়ার বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছে। তারা বলেছে, রাশিয়ায় ‘সমুদ্র প্রবাহের মতো রক্ত বয়ে যাবে।’ অনলাইনে পোস্ট করা নতুন এক ভিডিওতে আইএস জানিয়েছে, শিগগির, খুব শিগগিরই রাশিয়ায় হামলা চালানো হবে। আইএসের বিদেশি ভাষার প্রোগান্ড সেন্টার থেকে প্রকাশ করা এই ভিডিওতে ফ্রান্সের প্যারিসে শার্লি এবদো পত্রিকা অফিসে হামলা করে সংঘটিত হত্যাকাণ্ড এবং জঙ্গিদের হাতে শির-ক্ষেদের শিকার হওয়ার ভয়াবহ দৃশ্য তুলে ধরা হয়েছে। ভিডিওতে আরও বলা হয়, ‘কাফিরদের কণ্ঠ ছুরি দিয়ে ছিন্ন করা হবে। ক্রেমলিন আমাদের হবে।’ বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর