শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চীনের আকাশে এবার মার্কিন বোমারু বিমান, উত্তেজনা

চীনের আকাশে এবার মার্কিন বোমারু বিমান, উত্তেজনা

ফের গরম দক্ষিণ চীন সাগর। কয়েক দিন ঠাণ্ডা থাকার পর এবার মার্কিন বোমারু বিমান চক্কর দিয়েছে চীনের তৈরি কৃত্রিম দ্বীপের কাছে। দক্ষিণ চীন সাগরের ওই এলাকাটি নিজেদের বলে দাবি করে চীন। সেখানে মার্কিন যুদ্ধজাহাজ টহল দেওয়ার পর তারা ক্ষোভ প্রকাশ করে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কও করে। কিন্তু পেন্টাগন কোনো হুঁশিয়ারিকেই পাত্তা দিচ্ছে না। সমুদ্রের ওই অঞ্চলে আবার যাবে মার্কিন বোমারু বিমান। জানিয়েছে আমেরিকা। তাই পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বিবৃতি দিয়ে বৃহস্পতিবার জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরের আকাশসীমায় সারা বছরই মার্কিন বি-৫২ যুদ্ধবিমান নজরদারি চালায়। এটি রুটিন নজরদারি। কারও হুঁশিয়ারিতে ওই অঞ্চলে আমেরিকার নজরদারি বন্ধ হবে না বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। পেন্টাগন সূত্রে জানানো হয়েছে, রবিবার ও সোমবার রাতে অত্যাধুনিক বোমারু বিমান বি-৫২ টহল দিয়েছে দক্ষিণ চীন সাগরের আকাশে। গুয়ামের একটি বিমানঘাঁটি থেকে উড়ে চীন সাগরে টহল দিয়ে যুদ্ধবিমানগুলি আবার গুয়ামেই ফিরে যায়। মূলত মার্কিন রণতরী ইউএসএস লাসেন পাঠিয়ে অক্টোবরেই দক্ষিণ চীন সাগরে পরিস্থিতি উত্তপ্ত করে পেন্টাগন। এ নিয়ে দুই দেশের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে। এবার মার্কিন টহলদারি শুরু হলো আকাশে। এএফপি।

সর্বশেষ খবর