শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তামিলনাড়ুতে বন্যায় প্রাণহানি ৫৫

কলকাতা প্রতিনিধি

ভারতের তামিলনাড়ুতে টানা বর্ষণের ফলে বন্যায় গতকাল পর্যন্ত অন্তত ৫৫ জনের প্রাণহানি ঘটেছে। গত পাঁচ দিন ধরে দক্ষিণ চেন্নাই, কুড্ডালোর এবং কাঞ্চিপুরমের একাধিক স্থানে টানা বর্ষণের ফলে বিভিন্ন রেল স্টেশন, রাস্তা, দোকান-পাট সবকিছুই পানির তলায় চলে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৪.৯ সেন্টিমিটার। বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন, বিদ্যুৎ ও টেলি পরিসেবা। চেন্নাই থেকে দূরপাল্লার বহু ট্রেনকে বাতিল করে দেওয়া হয়েছে। বিমান পরিসেবাও ব্যাহত হয়েছে। বন্যার কারণে রাজ্যের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। তাদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

সর্বশেষ খবর