শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মমতাকে পেতে মরিয়া মোদি-সোনিয়া

দীপক দেবনাথ, কলকাতা

দীপাবলিতে একজনের ঘরে অমাবস্যা, অন্যজনের ঘরে আলোর রোশনাই! কিন্তু একজাগায় দুজনেরই দারুণ মিল। ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া দুজনেই পাশে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার নিজের মোবাইল থেকে টেক্সট করে মমতাকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন সোনিয়া। সৌজন্য দেখিয়ে মমতাও  সোনিয়াকে শুভেচ্ছা বার্তা পাঠান। কিন্তু মমতাকে সোনিয়ার এই ম্যাসেজ পাঠানো শুধুই কি রাজনৈতিক সৌজন্য? না কি এর পেছনে কোন উদ্দেশ্য? রাজনীতিবিদরা বলছেন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের একাংশ আগামী বছর বিধানসভা ভোটের আগে সিপিআইএম-এর সঙ্গে সমঝোতা চাইলেও এই মুহূর্তে হাইকমান্ডের মাথায় অন্য অঙ্ক ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে মমতাকে কাছে পেতে চাইছে ক্ষমতাসীন শিবিরও। আর সেই কারণেই পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি রাহুল সিনহাদের হতাশ করে আগামী ৩০ নভেম্বর কলকাতায় সভা বাতিল করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিজেপির ভিতরের খবর পশ্চিমবঙ্গে এখন ধীরে চলো নীতি নিয়েই এগোতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। যদি কাছে পাওয়া যায় মমতাকে।

সর্বশেষ খবর