শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নারী শিষ্যদের ধর্ষণ করতেন মাওবাদী নেতা

দক্ষিণ লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত মাওবাদী নেতা অরবিন্দ বালাকৃষ্ণের বিরুদ্ধে নারী অনুগামীদের ধর্ষণের অভিযোগ ওঠেছে। শুধু তাই নয় ৭৫ বছর বয়সী এই বাম নেতা তার একমাত্র কন্যা সন্তানকে প্রায় ৩০ বছর গৃহবন্দী রাখেন। তার বিরুদ্ধে মামলা করেছে ব্রিটিশ পুলিশ। সত্তরের দশকে দক্ষিণ লন্ডনে ‘ওয়ার্কার্স লিগ’ নামে কমিউনিস্ট দল গঠন করেন।  মামলার আইনজীবী কটেজ জানান, নারী সদস্যদের মগজ ধোলাইয়ের মাধ্যমে দলে রাখতেন তিনি। তাদের নিয়ে একটি আলাদা বাসায় থাকতেন বালাকৃষ্ণ। বাড়ির বাইরে বের হলে বুর্জোয়া ব্রিটিশ পুলিশের এজেন্ট তাদের গ্রেফতার করবে- সেই ভয় দেখিয়ে তাদের একরকম বন্দীই রাখতেন তিনি। এরপর তাদের ওপর যৌন নিপীড়ন শুরু করেন। ১৯৮৯ সালে বালাকৃষ্ণের বাড়ি থেকে এক নারী পালাতে সক্ষম হয়। তারপর থেকেই তার চরিত্রের আসল রূপ ফুটে ওঠে।  এএফপি।

সর্বশেষ খবর