শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে রাশিয়ার নতুন অস্ত্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দিতে রাশিয়া নতুন অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভেদ করে সফল হামলা চালাতে পারে, এমন ধরনের ক্ষেপণাস্ত্র বানানোর উদ্যোগ নিচ্ছে পুতিনের যুদ্ধ বিশেষজ্ঞরা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ­ক্ষাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রম উন্নত করছে, যেন যে কোনো ধরনের হামলা তারা মোকাবিলা করতে পারে। একই সঙ্গে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কৌশল দুর্বল করে দিতে চাইছে। পুতিন বলেছেন, বিশ্বে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিষয়ে প্রতিক্রিয়া দেখাবে মস্কো। পুতিন এমন সময় এ কথা বললেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ঠাণ্ডা লড়াইয়ের পর সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক আবার ৯০ এর দশকের আগের পর্যায়ে চলে গেছে।  এএফপি।

সর্বশেষ খবর