শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

ইউরোপজুড়ে ধরপাকড়

সন্দেহভাজন একটি জঙ্গি চক্রের বিরুদ্ধে ইউরোপের বেশ কয়েকটি দেশে অভিযান চালিয়ে ১৩ জনকে ধরা হয়েছে। যাদের ধরতে এই অভিযান চলছে তারা ইরাকি কুর্দি সুন্নি নেতা নাজাম ফারাজ আহমাদ ওরফে ‘মোল্লা ক্রেকারের’ আনসার আল ইসলামের ভাবাদর্শে বিশ্বাসী সংগঠন ‘রাওতি শাক্স’-এর সন্দেহভাজন সদস্য। পুলিশ বলেছে, নরওয়ের কারাগারে থাকা মোল্লা ক্রেকারকে ছাড়িয়ে আনার জন্য তারা নাশকতার পরিকল্পনা করেছিলেন। ইতালি, যুক্তরাজ্য, নরওয়ে, ফিনল্যান্ড, জার্মানি ও সুইজারল্যান্ডে ওই অভিযান চালানো হয়েছে। বিবিসি।

সিনজার কুর্দিদের দখলে

ইরাকের সিনজার শহর পুনরুদ্ধারের দাবি করেছে কুর্দি যোদ্ধারা। গত বছর শহরটি ইসলামিক স্টেট (আইএস) দখল করে নেয়। শহরটির কাছে অবস্থানরত কুর্দি নেতা মাসুদ বারজানি বলেছেন, আমি এখানে সিনজারের স্বাধীনতা ঘোষণা করতে এসেছি। শেষ খবর পাওয়া পর্যন্ত, শহরের বিভিন্ন সড়কে অবস্থান করছিলেন কুর্দি পেশমার্গা বাহিনীর সদস্যরা। সিনজার দখলের পর সেখানকার বাসিন্দা ইয়াজিদি সম্প্রদায়ের অনেককে হত্যা করেছে আইএস। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর