শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারত-যুক্তরাজ্য ৯০০ কোটি পাউন্ডের চুক্তি

প্রতিদিন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাজ্য সফরে দুই দেশ ৯০০ কোটিরও বেশি পাউন্ডের বাণিজ্য চুক্তি সই করেছে। এক দশকের মধ্যে এবারই প্রথম ভারতের কোনো সরকারপ্রধান আনুষ্ঠানিক সফরে যুক্তরাজ্য গেছেন। তিন দিনের সফরে ১২ নভেম্বর যুক্তরাজ্য সফরে যান নরেন্দ্র মোদি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিডিনিউজ। লন্ডনের গিল্ড হলে এক বক্তৃতায় নরেন্দ্র মোদি ব্যবসায়ীদের আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এদিকে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ক্যামেরন। তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ভারতে সংস্কারের যে চেষ্টা করছেন মোদি তাতে তিনি সমর্থন দিতে চান। এক সংবাদ সম্মেলনে ক্যামেরন বলেন, আমরা চাই লন্ডন ভারতের বাইরে রুপি বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হোক। এ ছাড়া দুই দেশ একসঙ্গে গবেষণা প্রকল্পে কাজ করা এবং প্রযুক্তি, বিজ্ঞান, অর্থনৈতিক ও কৌশলগত বিষয় বিনিময়ে একমত হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর