মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক টেবিলে ওবামা-পুতিন

এক টেবিলে ওবামা-পুতিন

জি-২০ বৈঠকের এক ফাঁকে কথা বলেন ওবামা ও পুতিন -এএফপি

সিরিয়া নিয়ে তাদের মধ্যে চলছে প্রক্সি যুদ্ধ। দুজনেই নিজেদের ক্ষমতা দেখাতে মরিয়া। কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। তবে সেই ‘শত্রু শত্রু খেলা’র মধ্যেই দুই নেতা ছোট একটি টেবিলে বসলেন। আর এটা সম্ভব হলো ফ্রান্সে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার কারণে। এই দুজন হলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ­ক্ষাদিমির পুতিন। রবিবার তুরস্কে জি-২০ সম্মেলনের ফাঁকে এই দুই ক্ষমতাধর প্রেসিডেন্ট আধ ঘণ্টারও বেশি সময় কথা বলেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ওবামা অনেক আগে থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে আসছেন। তবে রবিবার সেই ঘোষণাকে আরও জোরালো করার কথা জানিয়ে ঘোষণা দেন, আইএসের বিরুদ্ধে বহুগুণ শক্তি নিয়ে ঝাঁপাবে তার দেশ। পুতিনের সঙ্গে আইএস হামলা এবং সিরিয়া সংকট নিয়েই আলোচনা হয় তার। প্যারিসে আত্মঘাতী হানার পরেই প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ঘোষণা করেছিলেন, বর্বরদের প্রতি আর কোনো রকম দয়ামায়া দেখাবে না ফ্রান্স। রবিবার রাতে সিরিয়ার রাকায় তীব্র হামলা চালিয়েছে ফ্রান্স। ধ্বংস করা হয়েছে আইএসের মূল আখড়া। এদিকে গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও বৈঠক করেছেন পুতিন। সেখানেও সিরিয়া নিয়ে পুতিনের সঙ্গে পশ্চিমা দুনিয়ার দূরত্ব কমানোর চেষ্টা হবে বলে ভূটনীতিক মহলের অনুমান। সিরিয়ায় পুতিনের সঙ্গে অন্যদের বিরোধ আসাদকে ঘিরেই। আগামী বছরে আসাদকে ভোটে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাচ্ছেন পুতিন। কিন্তু আমেরিকা এবং ইউরোপ আসাদকে চাচ্ছে না। অথচ এই সিরিয়া নিয়েই এখন গোটা বিশ্ব উত্তপ্ত। হিংস্র হয়ে ওঠছে আইএস। দেখা যায় জি-২০ সম্মেলন জঙ্গি বিরোধী কোনো কার্যকর প্লাটফর্ম তৈরি করতে পারে কি না। এএফপি, বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর