মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অন্য খবর

অতি রসবোধে...

কোনো মানুষের রসবোধ বা রসিকতা করার ধরনের যদি ক্রমাগত পরিবর্তন ঘটতে থাকে, তাহলে সেটা তার স্মৃতিভ্রম ঘটার আগাম ইঙ্গিত হতে পারে, বলছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, কারও স্মৃতিভ্রম হয়েছে সেটা ধরা পড়ার আগেই এই পরিবর্তন চোখে পড়েছে। প্রায় ৫০ জন রোগীর পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের ওপর সমীক্ষা চালিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা। তারা বলেছেন, স্মৃতিভ্রম ধরা পড়ার আগেই রোগীর রসবোধের ওই পরিবর্তন তাদের চোখে ধরা পড়েছে। অনেকে বলেছেন, এরকম কাউকে কাউকে মর্মান্তিক কোনো ঘটনার সময়েও হাসতে দেখা গেছে। তবে রোগ ধরা পড়ার ঠিক কত সময় আগে এই পরিবর্তন ঘটে বিজ্ঞানীরা সেটা ধরতে পারেননি। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর