মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

চীনে ভূমিধসে নিহত ২১

চীনের উত্তরাঞ্চলে ভূমিধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। জীবিতদের খোঁজে তল্লাশি চলছে। গত কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যা থেকে এ ভূমিধস হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে ওই ভূমিধস হয়। এতে প্রায় ৩০টির মতো বাড়ি চাপা পড়ে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ভূমিধসের ঘটনায় এখনো ১৬ জন নিখোঁজ রয়েছেন। বন্যার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিবিসি।

ড্রোন হামলায় নিহত ১২

আফগানিস্তানের দক্ষিণ প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে জঙ্গি সংগঠন তালেবানের ১২ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। দেশটির নানগারহার প্রদেশের গভর্নর আহমেদ জাই আবদুলজাই জানান, নিহতদের মধ্যে তিনজন অফগানিস্তানের এবং বাকি নয়জন বিদেশি নাগরিক। বিদেশি নয়জন পাকিস্তানি নাগরিক। এএফপি।

দুই ফিলিস্তিনিকে হত্যা

ইসরায়েলি বাহিনী রবিবার রাতে জেরুজালেমের উত্তরে অবস্থিত কালান্দিয়া শরণার্থী শিবিরে ঢুকে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের একজন আহমেদ আবু আল ইশ, বয়স ২৮ বছর এবং অপরজন লাইত মানাস্রা, বয়স ২১ বছর। তৃতীয় আরেকজনের খবর পাওয়া গেছে সঙ্কটাপন্ন অবস্থা। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর