বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অনুপ চেটিয়া পাঁচ দিনের সিবিআই হেফাজতে

কলকাতা প্রতিনিধি

অনুপ চেটিয়া পাঁচ দিনের সিবিআই হেফাজতে

উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (আলফা) নেতা অনুপ চেটিয়া ওরফে গোলাপ বড়ুয়াকে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসামের আদালত। গতকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হলে এই নির্দেশ দেন আদালত।

চেটিয়ার আইনজীবী বিজন মহাজন জানান, ‘১৯৮৬ সালের ২৯ শে আগস্ট আসামের গোলাঘাটের সাবেক কাউন্সিলর দেবক্ষী ধর চৌধুরীকে খুনের সঙ্গে জড়িত থাকার মামলায় এদিন সিবিআইয়ের তরফে আদালতের কাছে ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দুপক্ষের বক্তব্য শুনে আগামী ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সিবিআই হেফাজতের থাকাকালীন তাকে চিকিৎসা পরিসেবা, সারা দিনে একবার স্বাস্থ্য পরীক্ষা করা এবং ঠিকমতো খাওয়ার-দেওয়ার জন্যও তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে।’ পাশাপাশি চেটিয়া যাতে তার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন সে ব্যাপারেও সিবিআইকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে আদালত। এর আগে এদিন সকালে ট্রানজিট রিমান্ডে চেটিয়াকে দিল্লি থেকে বিশেষ বিমানে নিয়ে আসা হয় আসামের আদালতে। ১৮ বছর বাংলাদেশের কারাগারে কাটানোর পর গত ১১ নভেম্বর ভারতের কাছে হস্তান্তর করা হয়। এরপরই চেটিয়াকে নিজেদের হেফাজতে নেয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

সর্বশেষ খবর