সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইএস ধ্বংসের অঙ্গীকার

আসিয়ান সম্মেলনে ওবামা

আইএস ধ্বংসের অঙ্গীকার

ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী আইএসকে ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই কাজে তিনি রাশিয়ার সহায়তা কামনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে কোনোরকম ছাড় দেবে না। গতকাল মালয়েশিয়ায় আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠক  শেষে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ‘আইএসকে ধ্বংস করা এখন আর বাস্তবসম্মত কোনো লক্ষ্য নয়, আমরা তাদের ধ্বংস করতে চলেছি।’ তিনি  জোর দিয়ে বলেন, ‘আমরা তাদের ধ্বংস করব। সম্প্রতি তারা যেসব ভূখণ্ড দখলে নিয়েছে সেগুলো থেকে তাদের উৎখাত করব, তাদের অর্থের উৎস বন্ধ করব, নেতাদের খুঁজে বের করব, তাদের নেটওয়ার্ক ও জঙ্গি সরবরাহ লাইন চূর্ণ করাসহ আমরা তাদের সমূলে ধ্বংস করব।’ রাশিয়া সহায়তা করলে আইএস জঙ্গিদের দমনের কাজ সহজ হবে বলেও মনে করেন ওবামা। একই সঙ্গে সিরিয়ায় নেতৃত্ব বদলের প্রস্তাবে মস্কো রাজি হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

ভূমধ্যসাগরে ফরাসি বিমানবাহী রণতরী : ভূমধ্যসাগরে  পৌঁছে গেছে ফরাসি বিমানবাহী রণতরী। আজ এই রণতরী থেকেই আইএসবিরোধী অভিযান শুরু হবে বলে জানিয়েছে দেশটি। গতকাল ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। বিবিসি, এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর