সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বোমাতঙ্কে তুর্কি বিমানের জরুরি অবতরণ

বোমা হামলার হুমকিতে ২৫৬ জন যাত্রী নিয়ে তুরস্কের এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান কানাডায় জরুরি অবতরণ করেছে। বিমানটি নিউইয়র্ক থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছিল। সতর্কতার পরিপ্রেক্ষিতে বিমানটি পূর্বাঞ্চলীয় কানাডার হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বিমানটিতে তল্লাশি করে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি বলে কানাডার পুলিশ নিশ্চিত করেছে। বিমানটি ফের ইস্তাম্বুলের উদ্দেশে উড্ডয়ন করার কথা ছিল। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার বিদ্যমান উত্তেজনার এক সপ্তাহ পরই এ ঘটনা ঘটল। গত ১৩ নভেম্বর প্যারিসে হামলার ঘটনায় ১৩০ জনের প্রাণহানি হয়। এদিকে বেলজিয়ামে সন্ত্রাসী হামলার আশঙ্কায় দেশটিতে দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর