সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দুই হাজার বছরের গির্জার সন্ধান

মাটির নিচে ৪০ ফিটেরও বেশি গভীরে খোঁজ পাওয়া  গেল একটি প্রাচীন রহস্যময় রোমান গির্জার। গুপ্ত পেগন ধর্মের উপাসনার জন্য তৈরি হয়েছিল এই গির্জাটি। ২ হাজার বছর পুরনো এই গির্জাটি সলিড টাফা ভলকানিক পাথর খোদাই করে বের করা হয়েছে। এটি প্রথম আবিষ্কৃত হয় ১৯১৭ সালে যখন রোম থেকে ক্যাসিনো পর্যন্ত রেল লাইন পাতার কাজ শুরু হয়।

তখনই মাটির নিচে গর্ত খোঁড়ার সময়ে খোঁজ মেলে একটি গুপ্ত রাস্তার। সেই থেকে শুরু হয়েছিল এই গির্জাটির পুনরুদ্ধারের কাজ। এত বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে ৪০ ফুট লম্বা এই গির্জাটিকে দাঁড় করানো গেছে। একই সঙ্গে গির্জাটির দরজা খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। অনলাইন।

সর্বশেষ খবর