রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারতে আকাশপথে জঙ্গি হামলার আশঙ্কা

দিল্লিতে বাড়ানো হলো নিরাপত্তা

দীপক দেবনাথ, কলকাতা

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, দেশটিতে আকাশপথে হামলা চালাতে পারে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়াসহ (আইএসআইএস) কয়েকটি জঙ্গি সংগঠন। আর এ আশঙ্কায় ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন, সংসদ ভবন, ইন্ডিয়া গেটসহ রাজধানী দিল্লির সব গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ ১৫টি জায়গায় এ হামলা চালানো হতে পারে। এ হামলা চালানোর জন্য চালকহীন আকাশযান (আনম্যানড এয়ার সিস্টেম বা ইউএএস), ড্রোন কিংবা প্যারামোটরের সাহায্য নিতে পারে জঙ্গিরা। প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতি ভবন, উপ-রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন, ইন্ডিয়া গেটের পাশাপাশি সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদর দফতরগুলোতেও হামলা চালাতে পারে জঙ্গিরা। সতর্কবার্তা পাওয়ার পরই জঙ্গি হামলার ছক বানচাল করতে দিল্লিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জারি করা হয়েছে হাই অ্যালার্টও। বিমানবাহিনীর তরফেও দেশটির সব নিরাপত্তা এজেন্সিকে আকাশপথে কোনো সন্দেহজনক উড়ন্ত বস্তু দেখলে তা গুলি করে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গি হামলার সতর্কবার্তা পাওয়ার পরই দিল্লির নর্থ ব্লকে জরুরি বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জঙ্গি হামলাকে কীভাবে ঠেকানো যায় মূলত তা নিয়েই বৈঠক হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ‘দিল্লি সব সময়ই একটা স্পর্শকাতর এলাকা। অনেক দিন ধরেই একাধিক জঙ্গি সংগঠনের পক্ষ থেকে দিল্লিকে লক্ষ্য করে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু আকাশপথে হামলার বিষয়টি উদ্বেগের বিষয়। নিরাপত্তা ও গোয়েন্দা এজেন্সিগুলোকে সম্ভাব্য হামলার ব্যাপারে সব রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর