মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্যারিসে নিহতদের শ্রদ্ধা জানালেন ওবামা

প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার রাতে ওবামা বাটাক্লঁ কনসার্ট হল পরিদর্শন করেন। এই হলেই সবচেয়ে প্রাণঘাতী হামলাটি চালানো হয়। সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় সেখানে ৮৭ জন প্রাণ হারান। প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে বিশ্বের অন্যান্য দেশের নেতাদের মতো ওবামাও ফ্রান্স সফরে এসেছেন।  ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে সঙ্গে নিয়ে তিনি সেখানে যান। প্যারিস হামলার পর বাটাক্লঁ কনসার্ট হলের বাইরে নিহতদের স্মরণে অস্থায়ী স্মরণপীঠে মোমবাতি ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়। ওবামা নিহতদের প্রতি একটি সাদা গোলাপ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রসঙ্গত, ১৩ নভেম্বর প্যারিসের বেশ কয়েকটি স্থানে একযোগে সন্ত্রাসী হামলায় ১৩০ জন মানুষ নিহত হন।  বিবিসি।

সর্বশেষ খবর