শিরোনাম
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
‘এ পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি’

৯৯ ভাগ দান করবেন জুকারবার্গ

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ কন্যা সন্তানের বাবা হয়েছেন। মা হয়েছেন তার স্ত্রী প্রিসিলা চ্যান। তাদের কন্যা সন্তানের নাম রাখা হয়েছে ম্যাক্স। আর মেয়ের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে নিজেদের হাতে থাকা ৯৯ শতাংশ ফেসবুক শেয়ার দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই দম্পতি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় এক সপ্তাহ আগে জম্ম নিয়েছে ম্যাক্স। কিন্তু জুকারবার্গের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে মঙ্গলবার। নিজের ফেসবুক পৃষ্ঠায় মেয়েকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, ফেসবুকের যে শেয়ার তাদের হাতে আছে, তার ৯৯ শতাংশ তারা দান করে দেবেন ‘চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভ’ নামে নতুন এক দাতব্য উদ্যোগে। জুকারবার্গ নিজেই জানিয়েছেন, ফেসবুকের ওই পরিমাণ শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় ৪ হাজার ৫০০ কোটি ডলার। নিজের সন্তানসহ ভবিষ্যৎ প্রজম্নের  বেড়ে ওঠার জন্য পৃথিবীকে আরও বেশি বাসযোগ্য করে তুলতে তাদের এ পদক্ষেপ বলে জানান মার্ক। ফেসবুকের পোস্টে নবাগত কন্যাসন্তান ম্যাক্সের উদ্দেশে লেখা একটি চিঠিতে জুকারবার্গ অঙ্গীকার করে বলেন, ভবিষ্যৎ প্রজম্নের স্বার্থে আরও ভালো একটি পৃথিবী তৈরির জন্যই তাদের এই দান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর