বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘ভারতে মুসলিমদের চেয়ে গরু বেশি সুরক্ষিত’

কলকাতা প্রতিনিধি

ভারতজুড়ে অসহিষ্ণুতা বিতর্কের মধ্যে নতুন করে বিতর্ক ছড়াল শশী থারুরের মন্তব্য। মঙ্গলবার ভারতের সংসদে কংগ্রেস সাংসদ থারুর বলেন, ‘ভারতে মুসলিমদের থেকে গরু হয়ে থাকাটা অনেক বেশি সুরক্ষিত’। অসহিষ্ণুতা ইস্যুতে এ দিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে দেশজুড়ে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার জন্য মোদি সরকারকে দায়ী করে এই কংগ্রেস সাংসদ এ মন্তব্য করেন। বাংলাদেশের এক বন্ধুর বক্তব্য উদ্ধৃত করে থারুর বলেন ‘কয়েক দিন আগে আমার এক বাংলাদেশি বন্ধু ভারতে ভ্রমণ করতে এসে আমাকে বলেছিলেন, ভারত এমন একটা দেশ যেখানে মুসলিমের চেয়ে একটা গরু হয়ে থাকাটা অনেক বেশি সুরক্ষিত’।

সর্বশেষ খবর