শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অভিশংসনের মুখে প্রেসিডেন্ট দিলমা

অভিশংসনের মুখে প্রেসিডেন্ট দিলমা

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েছেন। নিম্নকক্ষের স্পিকার এডুয়ারদো চুনহা গতকাল পার্লামেন্টে এ সংক্রান্ত প্রক্রিয়া শুরু করেছেন।

জাতীয় বাজেটের ঘাটতি পূরণ ও সামাজিক কর্মসূচির খরচ মেটাতে অর্থ বিষয়ক বিদ্যমান আইন লঙ্ঘন করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে অর্থ উত্তোলনের অভিযোগ এনে দিলমার বিরুদ্ধে এ অভিশংসন আনা হয়েছে। খবর এপির।

এদিকে প্রেসিডেন্ট দিলমা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, অভিশংসনের হাত থেকে এ যাত্রা হয়তো দিলমা রউসেফ বেঁচে যাবেন। প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হন দিলমা রউসেফ। দেশটির বর্তমান আর্থিক সমস্যা ও রাজনৈতিক দুর্নীতির স্ক্যান্ডালে দিলমার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। এরই মধ্যে তিনি অভিশংসনের মুখে পড়লেন। এএফপি।

সর্বশেষ খবর