শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

শিরশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশ

সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) গত বুধবার এক ব্যক্তিকে শিরশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশ করেছে। ওই ব্যক্তিকে রাশিয়ার গুপ্তচর বলে দাবি করেছে আইএস। জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী গ্রুপ সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। পাশাপাশি রয়টার্স জানিয়েছে, তাত্ক্ষণিকভাবে তারা ওই ভিডিওচিত্রের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

বিমানের সন্ধানে অস্ট্রেলিয়া

নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-র খোঁজে ভারত মহাসাগরের সঠিক জায়গায় অনুসন্ধান চালানো হচ্ছে বলে বিশ্বাস অস্ট্রেলীয় কর্মকর্তাদের। বিবিসি বলছে, এবারের অনুসন্ধানে ভারত মহাসাগরের নির্দিষ্ট অনুসন্ধান এলাকার দক্ষিণপ্রান্তের ওপর জোর দেওয়া হচ্ছে।

অস্ট্রেলীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যবিশ্লেষণে নিখোঁজ বিমানটির ওই এলাকায় বিধ্বস্ত হওয়ার সম্ভাবনাই  জোরালো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর