সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মোদিকে হত্যার পরিকল্পনা লস্কর-ই তৈয়্যেবার

মোদিকে হত্যার পরিকল্পনা লস্কর-ই তৈয়্যেবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনা করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়্যেবা। এ লক্ষ্যে গত মাসে তাদের কমপক্ষে চারজন সদস্য ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেছে। মোদিকে হত্যাচেষ্টা ব্যর্থ হলে সাম্প্রতিক প্যারিস হামলা বা ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে পরিচালিত হামলার মতো গণহারে হত্যার পরিকল্পনা করেছিল গোষ্ঠীটি। তবে এ হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে ভারতের  গোয়েন্দারা। ইন্টেলিজেন্স ব্যুরো [আইবি] ও দিল্লি পুলিশ ওই চার সন্ত্রাসীকে ধরতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশের সহায়তায় গোয়েন্দারা দুই জঙ্গিকে  ধরতে সক্ষম হয়েছে বলে উচ্চ পর্যায়ের সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে। সূত্র জানায়, মূলত দুটি পরিকল্পনা নিয়ে লস্কর-ই-তৈয়্যেবার চার জঙ্গি ভারতে প্রবেশ করেছে। একটি হলো রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদির কোনো সমাবেশে প্যারিস বা  মুম্বাই সন্ত্রাসী হামলার মতো বড় ধরনের কোনো হামলা চালানো। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর