সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে জোট নিয়ে দোটানায় কংগ্রেস

কলকাতা প্রতিনিধি

ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিধানসভা নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণা না হলেও আভাস পাওয়া যাচ্ছে, আগামী বছরের মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। কিন্তু এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস না সিপিআইএম— কাকে তাদের  জোটসঙ্গী করবে সেটা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না পশ্চিমবঙ্গ কংগ্রেসের শীর্ষ নেতারা। কংগ্রেসের অধিকাংশ নেতাই তৃণমূলের সঙ্গে জোট করতে আগ্রহী। তাদের যুক্তি, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট না করলে কংগ্রেসের আসন ৩১ থেকে ২০-এর নিচে নেমে যাবে। অন্যদিকে তৃণমূলের সঙ্গে জোটের পক্ষপাতী নয় দলের বাকি অংশ।

সর্বশেষ খবর