মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুসলমানের সঙ্গে বৈরী আচরণ নয়

জাতির উদ্দেশে ভাষণে ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতি বৈরী আচরণ না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ক্যালিফোর্নিয়ায় গত সপ্তাহে যে হামলায় ১৪ জন নিহত হয়েছেন, সেটিকে সন্ত্রাসবাদ বলে অভিহিত করে ওবামা বলেছেন, ওই হামলাকারীরা যে সংগঠনের সমর্থক বলে দাবি করেছে, সেই আইএস জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হবে। রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন ওবামা। দেশবাসীকে আশ্বস্ত করে ওবামা বলেন, জঙ্গিবাদ  মোকাবিলায় যুক্তরাষ্ট্র সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। তিনি তার ভাষণে যুক্তরাষ্ট্রের মুসলমানদেরও আশ্বস্ত করেছেন। চরমপন্থিদের অপকর্মের দায়ে মুসলিমদের সন্দেহ না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ওবামা বলেন, আইএসবিরোধী যুদ্ধ মুসলমানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। এএফপি।

সর্বশেষ খবর