বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আপাতত হাজিরা থেকে রেহাই সোনিয়া-রাহুলের

ন্যাশনাল হেরাল্ড মামলা

দীপক দেবনাথ, কলকাতা

ব্যাক্তিগতভাবে আদালতে হাজিরা দেওয়ার হাত থেকে আপাতত রেহাই পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং পুত্র দলের সহ-সভাপতি রাহুল গান্ধী। পত্রিকা ‘ন্যাশনাল হেরাল্ড’ মামলায় কংগ্রেসের দুই প্রধানকে ব্যক্তিগতভাবে আগামী ১৯ ডিসেম্বর দিল্লির নিম্ন আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল আদালত এ আদেশ দিয়েছেন। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কয়েকদিন আগেই দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন সোনিয়া এবং রাহুল। কিন্তু সোমবারই হাইকোর্ট তাদের সেই আবেদন খারিজ করে গতকাল  তাদের ব্যক্তিগতভাবে নিম্ন আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল। কিন্তু এদিন সেই তারিখ পিছিয়ে দিয়ে সোনিয়া এবং রাহুলকে আগামী ১৯ ডিসেম্বর বিকাল তিনটার মধ্যে হাজিরার নির্দেশ দেয় দিল্লির নিম্ন আদালত। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ন্যাশনাল হেরাল্ড পত্রিকার আÍপ্রকাশ ঘটে জওহর লাল নেহেরুর হাত ধরে। দেশবাসীকে অনুপ্রাণিত করতে এই পত্রিকা উলে­খযোগ্য ভূমিকা নিয়েছিল। কিন্তু অর্থাভাবে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি বন্ধ হয়ে যায়। কয়েকদিন আগেই সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বিজেপি নেতা সুব্রম্মনিয়াম স্বামী। তার অভিযোগ সোনিয়া এবং রাহুল ‘ইয়ং ইন্ডিয়া’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে ন্যাশনাল হেরাল্ডের বহু কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন।

সর্বশেষ খবর