বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুসলিমদের নিয়ে এ কী বললেন ট্রাম্প!

মুসলিমদের আমেরিকায় ঢুকতে বাধা দেওয়া উচিত বলে মন্তব্য করলেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনায় একটি জনসভায়  সোমবার তিনি বলেন, জরিপে দেখা যাচ্ছে, আমেরিকানদের প্রতি মুসলমানদের ‘ঘৃণা’ পুরো জাতিকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে। তিনি আরও মন্তব্য করেন, মুসলিম সম্প্রদায়ভুক্ত অভিবাসীদের না ঠেকালে দেশে আরও ৯/১১-র মতো ঘটনা ঘটবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘যাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, যারা কেবল জিহাদে বিশ্বাস করে, আমাদের দেশ এমন লোকদের আক্রমণের লক্ষ্য হতে পারে না।’ গত মাসে প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকেই ট্রাম্প একের পর এক তার মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়ে আসছেন। এর আগে তিনি আমেরিকার সব মুসলিমের তালিকাভুক্তি, মসজিদে নজরদারি প্রতিষ্ঠা এবং দরকার হলে মসজিদ বন্ধ করে  দেওয়ারও প্রস্তাব করেছিলেন। সিরিয়া থেকে আসা কোনো মুসলিম উদ্বাস্তুকে আশ্রয় দেওয়ার বিরুদ্ধেও কথা বলেন তিনি। এএফপি।

সর্বশেষ খবর